Monday, October 11, 2010

এই শহরের কত শত অট্টালিকার ফা‍কে - জেম্‌স

এই শহরের কত শত অট্টালিকার ফা‍কে,
আমার জানালা ভরে ছবি হয়ে দুলছে আকাশ,
আমি আর এক ফালি নিশ্পাপ চাদ
সারারাত কথাবলে হয়েছি উদাস
হয়েছি উদাস….।।

এখনও রাত জেগে জানালায় মাথা রেখে
তুমিও কি দেখছ আকাশ আমারি মত
আমি আর এক ফালি নিশ্পাপ চাদ
সারারাত কথাবলে হয়েছি উদাস
হয়েছি উদাস….।।

নিশ্চুপ এই রাতে ও চ‍াদ প্রিয় চাদ
কিছু ঘুম দাওনা আনে আমার দু:চোখে…
আমি আর এক ফালি নিশ্পাপ চাদ
সারারাত কথাবলে হয়েছি উদাস
হয়েছি উদাস….।।

1 comments:

asif said...

oooooooonek din por ei gaanta dekhlam....khub shunte icche korce re vhai......

Post a Comment