বাড়লে বয়স সবাই মানুষ হয় কি?
শুনলে কথা মানুষ চেনা যায় কি?
চেনা সহজ নয়, চিনতে লাগে ভয়!
বলি তায় মানুষ চেনা দায়!
হায়রে বলি তায় মানুষ চেনা দায়।
হাত বাড়লেই বন্ধু পাওয়া যায় না !
বাড়ালেই হাত বন্ধু সবাই হয় না!
বেড়িয়ে অনেক পথ নিলাম এই শপথ!
আমি না শত্রু হব তার!
হাসলে পরে রসিক সবাই হয় কি?
কান্না এলেই কান্তে পারা যায় কি?
হাসির নিচে কান্না, অনেক হল আর না!
মন খুলে হেসে যাবই তাই!
হাইরে মন খুলে হেসে যাব তাই !
Saturday, July 31, 2010
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
এই ওয়েবসাইটটি যে আমার কত প্রিয় বলে বুঝাতে পারবোনা।অনেকদিন ধরে এমন একটা সাইট খুঁজছিলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।এর মাধ্যমে আমি আমার অনেক প্রিয় গানের লিরিক পেলাম।... সুমনের একটা গানের কথা বলি." অমরত্যের প্রত্যাশা নেই" ভিষণ প্রিয় একটি গান। ধন্যবাদ আপনাকে
Post a Comment