Saturday, February 13, 2010

এমনি করে সবাই যাবে - ফিডব্যাক

এমনি করে সবাই যাবে যেতে হবে
দেহের মাপের মাটির ঘরে শুতে হবে
কেউ যাবেনা তখন সাথে
যারাই ছিল দিনে রাতে
চোখের আলোর ঝাড়বাতিটা
নিভিয়ে দেবে।


যে যার কাজে ব্যস্ত হবে দুদিন পরে
এই পৃথিবীর শোকের আয়ু দন্ড দরে
কি লাভ মিছে সংঘর্ষে
সুখ দুঃখের পরিপার্শ্বে
একদিন ঠিক পাপ-পূন্যের
বিচার হবে


ধণীর বাড়ির কাঙাল ভোজের আয়োজনে
মুখর হবে লোক দেখানোর প্রয়োজনে
পিদিম আলোয় ভরবে কুঠির
আশির্বাদে বইবে অধির
ক্রমান্বয়ে বুকের মাঝে স্মৃতি হবে


হয়ত কারো পড়বে মনে একলা একা
ঢল পহরের আলোয় যেন হটাৎ দেখা
পড়বে মনে চার বেহারায়
পালকি তোলে চার কলেমায়
ধীর গতিতে নির্জনতে এগিয়ে যাবে
Get this widget |Track details |eSnips Social DNA

0 comments:

Post a Comment