Saturday, January 2, 2010

ডুব - অর্নব

অনেক দূর স্বপ্ন আমার, অনেক দূর আমার চাওয়া
হাতের কাছে তারার মত, আমার করে তোমায় পাওয়া
তোমায় পেলে হয়তো আবার, নতুন গানের সুরটা পাবো
অনেক দূরের আকাশ পথে, তোমায় নিয়ে হারিয়ে যাবো
হারিয়ে যাবার মানেই হল, নিজেকে আবার খুজে পাওয়া
নিজের জন্য গান লিখেছি, নিজের জন্য তোমায় চাওয়া
চাইবে যেদিন আমায় তুমি, বুঝবে সেদিন ভালকরে
হাতের কাছের তারাগুলো, দেখায় কেন এত দূরে
নতুন একটা গান লিখেছি, বুকের মধ্যে পাগ্লা সুরে
রাতের আকাশ তোমার মতই, আমিও যাবো এনেক দূরে

0 comments:

Post a Comment