Wednesday, December 9, 2009

হাওয়ার ঘরে দম আটকা পড়েছে - লালন ফকির

হাওয়ার ঘরে দম আটকা পড়েছে
কি অপরূপ কারখানা।
শুদ্ধ হাওয়া-কলে অনেক দমে চলে
হাওয়া নির্বাণ হলে দম থাকে না।।
হাওয়া দমে জেকার গণি
নিগুম তত্ত্ব শুনি
বলতে ডরাই সেসব অসম ভাব-বাণী
লীলে নিত্যকারী
হাওয়া যোগেশ্বরী
হাওয়ার ঘরে দমের হয় লেনাদেনা।।
নির্মল হাওয়ার গুণ বলবো কি আর
এক সঙ্গে দম হলো আর
অঙ্গে হাওয়া দম খেলছে সদায়
ঘরে কলকাঠি যার হাতে বাহিরে সে জনা।।
যেজন হাওয়া-শক্তি ধরে
যোগে জানতে পারে
নিগূঢ় করণ কারণ সেই যাবে সেরে
লালন বলে, মোরে
কোলে বিষম ঘোর
হাওয়ার ফাঁদ পাতিলে যেত সব জানা।।

0 comments:

Post a Comment