Saturday, December 12, 2009

যে ছিল দৃষ্টির সীমানায় - শাহনাজ রহমতুল্লাহ

কথা মনিরুজ্জামান মনির 
সুর  আলাউদ্দিন আলী
যে ছিল দৃষ্টির সীমানায়
যে ছিল হৃদয়ের আঙ্গিনায়
সে হারালো কোথায় কোন দূর অজানায়
সেই চেনামুখ কতদিন দেখিনি
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি।।


যতটুকু ভুল হয়েছিল, তার বেশি ভুল বুঝেছিল
কি যে চায় সে বলেনি আমায়।।


যতখানি সুখ দিয়েছিল, তার বেশি ব্যাথা দিয়ে গেল
স্মৃতি তার আমাকে কাঁদায়।।
http://www.cadetcollegeblog.com/wp-content/uploads/2009/07/je-chilo-dristir-simanay.mp3

1 comments:

Unknown said...

এই গানের গ্রামীন কোড কত ?
প্লিজ যদি বলতেন ।

Post a Comment