Monday, December 21, 2009

সূর্যমুখী প্রেম – হাবিব

একটু কাছে এসে
সূর্যমুখি হাসি হেসে
স্বপ্নীল পরিবেশে
বিকেল বেলার শেষে
বলেছিলে ভালবাসি…একদিন
তারই পর থেকে
ভালবেসে তোমাকে
দিন কে বলি রাত
রাত কে বলি দিন
এভাবেই আমি আজ
তোমাতে বিলীন…


সেদিনের সেই বিকেল বেলায়
রৌদ্রছায়ার দারুন খেলায়
ভালবাসার রঙিন ভেলায়
ভেসেছিলাম দু’জনায়।
তারই পর থেকে…


সূর্যমুখীর মত সে হাসি
বেজেছিল প্রাণের বাঁশি
ভালবাসা রাশি রাশি
ছিল…আমরা প্রেম বিলাসী।
তারই পর থেকে…

0 comments:

Post a Comment