বনফুলে ঘুরে ঘুরে প্রজাপতি ক্লান্ত যখন
শুঁয়োপোকা থামে যেই চেনা চেনা গাছের গুঁড়িতে
তখন বিকেল দেয় সন্ধের আল ধরে হানা
গোধুলি আঙুল রাখে আলগোছে পথের ধুলিতে
ব্যস্ত পর্যটক পিঁপড়ের সফর ফুরোয়
বটগাছে গুটিপোকা গুটিসুটি মারে একা একা
রোদ্দুর ঘেঁটে ঘেঁটে শেষমেষ শরীর জুড়োয়
গোধুলির আবছায়া ছুঁয়ে ছুঁয়ে সুবর্ণরেখা
দিনের আওয়াজ যেই ঝিঁঝির কোরাসে মিশে যায়
হঠাত্ জেনারেটর ওগরায় শব্দদূষণ
টুরিস্ট লজের থেকে কাজ করে ফেরে সাওঁতাল
এই পথে একা একা হাঁটতেন বিভূতিভূষণ৷
Tuesday, December 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment