Thursday, December 3, 2009

তোমার চোখের আঙিনায় - লিটন

তোমার চোখের আঙিনায়, এখনো কি তেমনি করে
জোছনা ছড়ায় আলো।
এখনো কি তারার পানে, চেয়ে থাকো আনমনে
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো।।


এখনো কি আকাশে মেঘ দেখে, জানালা খুলে তেমনি থাকো বসে
এখনো কি প্রথম প্রমের মতো, পরশ বুলায় বৃষ্টি ধারা এসে
তোমার দিঘল চুলে, এখনো কি ছবি আকে, মেঘের যতো কালো
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো।।


এখনো কি পুরোনো চিঠি পড়ে, নয়ন ভেজাও নীরব অভিমানে
এখনোকি বিকেলের রোদ এসে গল্প বলে তোমার কানে কানে
সন্ধ্যা নেমে এলে, এখনো কি তেমনি করে, সাঁঝের প্রদ্বীপ জালো
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো।।

0 comments:

Post a Comment