Monday, December 21, 2009

তুমি ভরেছ এই মন – সুমন

তুমি ভরেছ এ মন এক নিঝুম অরণ্যে
বসন্তে পাহাড় চূড়ায় আর বৃষ্টি দিয়ে
মরুভূমির ঝড়ে আর ঝুমন্ত সাগরে
তুমি ভরে দাও এ মন ফিরে এসে


আমায় ভালবাসতে দাও এ জীবন দিয়ে
যেন হারাই তোমায় মিষ্টি হাসিতে
যেন থাকি সারাক্ষণ এই বাহুডোরে
ফিরে এস এই জীবনে নতুন করে

0 comments:

Post a Comment