হজমি খেলে হজম হবে এই ভেবে কেউ হজমি খায়
খেতে ভীষণ ভাল্লাগে তাই পেটুক খালি হজমি চায়
ফুচকা খেলে পেট ভরে না তেঁতুল জলের আহ্বানে
মন চলে যায় বিকেলবেলা ফুচওয়ালার সন্ধানে
বাব্ল্গামের বুদ্বুদটা তৈরী করা শক্ত খুব
সেইজন্য কি বাব্ল্ খালি মুখের ভেতর দিচ্ছে ডুব
বাদামতক্তি আমার ভক্তি তিলের নাড়ু পেলেই খাই
জয়নগরের মোয়াও কিন্তু সময়মত আমার চাই
ললিপপের রাংতাটাকে কায়দা ক’রে খোলার পর
মুখের ভেতর মিষ্টিটাকে আয়েশ ক’রে জব্দ কর
চকলেটে আর চিকলেটে কি লেট করে কেউ এমনিতে
কেউ কি পারে – কেউ কি পারে ইচ্ছে ক’রে কম নিতে
প্রজাপতি বিস্কুটটাও ভালৈ লাগে কামড়াতে
চাটনি জমে দিব্যি ভালো কামরাঙা আর আমড়াতে
আমসজ্জ্বের মাহাত্ম্যটা টকমিষ্টির টাক্রাতে
চাটনি যখন বললে তখন মেশাও আলুবখরাতে
সুকুমারের পদ্য প’ড়ে পাচ্ছি মুখে মিষ্টি সুর
ছন্দে কথায় ডাকছে আমায় পাঁউরুটি আর ঝোলাগুড়৷
Tuesday, December 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment