Friday, December 11, 2009

ভালবাসো আর নাইবা বাসে - তাওসিফ

ভালবাসো আর নাইবা বাসো স্বপ্ন তোমায় নিয়ে প্রতিদিন
একটু ভাবো আর নাইবা ভাবো গল্প তোমায় নিয়ে প্রতিদিন
তবে বন্ধু বল এ ভালবাসাকে কি কখনো মিথ্যে বলা যায়
এই শ্রাবণ বেলায় দেখ বৃষ্টি ঝরে যায়
এই শ্রাবণ তো জানিয়ে দিল এ তো কান্না শুধু বৃষ্টি নয়
তবে বন্ধু বল এ ভালবাসাকে কি কখনো মিথ্যে বলা যায়


এই মেঘলা আকাশ তাকিয়ে দেখ সূর্য লুকিয়ে রয়
সূর্য তো জানিয়ে দিল এতো কষ্ট অভিমান নয়।
তবে বন্ধু বল এ ভালবাসাকে কি কখনো মিথ্যে বলা যায়
ভালবাসো আর নাইবা বাসো

0 comments:

Post a Comment