তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে,
সে আগুন ছড়িয়ে গেল সব খানে॥
যত সব মরা গাছের ডালে ডালে
নাচে আগুন তালে তালে রে,
আকাশে হাত তোলে সে কার পানে॥
আঁধারের তারা যত অবাক্ হয়ে রয় চেয়ে,
কোথাকার পাগল হাওয়া বয় ধেয়ে।
নিশীথের বুকের মাঝে এই-যে অমল
উঠল ফুটে স্বর্ণকমল রে,
আগুনের কী গুণ আছে কে জানে॥
রচনাকাল: ২৪ চৈত্র ১৩২০
গীতবিতান পূজা ৬, বিশ্বভারতী ১৩৮০ সং থেকে সংগৃহীত ।
পাঠান্তর
গীতিমাল্যে "এ আগুন" -> গীতবিতানে "সে আগুন"; গীতিমাল্যে "তালে তালে" -> গীতবিতানে "তালে তালে রে"; "স্বর্ণকমল" -> "স্বর্ণকমল রে";
রচনাবলী প.ব. সরকার শতবার্ষিকী সং, খ.৪, এর গীতবিতানে দুটি "রে" নেই।
এছাড়া পঙ্ক্তিবিন্যাস এবং যতিচিহ্নে তারতম্য আছে।
Tuesday, December 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment