Tuesday, December 15, 2009

আমার দুবাহু প্রসারিত করে সূর্যের কোন অঞ্চলে - সুমন চট্টোপাধ্যায়

আমার দুবাহু প্রসারিত করে সূর্যের কোন অঞ্চলে
পাক খেয়ে নেচে অবশেষে এই শ্বেতাঙ্গ দিন শেষ হলে
শান্ত, শীতল সন্ধ্যে তন্বী গাছের ছায়াই ভালো
রাত্রি নামবে যখন, আহা, আমার মতন কালো৷


আমার দুবাহু প্রসারিত করে সূর্যের মুখে মুখে
নাচ ঘুরপাক দুরন্ত এই দিন গেলে শেষে চুকে
শান্ত, ধূসর সন্ধ্যে, আহা তন্বী সে এক গাছ
রাত্রি নেমেছে আমার মতই, কালোর চলেছে নাচ৷

0 comments:

Post a Comment