দেখো দেখো আজকের পত্রিকায় কয় টা বাজে
দেখো দেখো হাতের ঘড়িতে আজ কি লিখেছে ।।
দেখো দেখো সবি ঠিক আছে শুধু মাথা ঠিক নাই
ইচ্ছে করে দু পা তুলে আকাশে দাড়াই।।
দেখো দেখো লেম পোস্টে আজ চাঁদ ঝুলছে
দেখো দেখো সূর্যটা থেকে আজ বরফ ঝরছে।।
দেখো দেখো সবি ঠিক আছে শুধু মাথা ঠিক নাই
ইচ্ছে করে দু পা তুলে আকাশে দাড়াই।।
ও জোস তোমাকে আজ ব্যাপক লাগছে
এ বেলায় আকাশের তারা গুলো কাপছে।।
দেখো দেখো সবি ঠিক আছে শুধু মাথা ঠিক নাই
ইচ্ছে করে দু পা তুলে আকাশে দাড়াই।।
শোন শোন ফিজিক্স ক্লাসে আজ কবিতা পড়াচ্ছে
দেখো দেখো ফটবল ম্যাচে শচীন উইকেট হারাচ্ছে।।
দেখো দেখো সবি ঠিক আছে শুধু মাথা ঠিক নাই
ইচ্ছে করে দু পা তুলে আকাশে দাড়াই।।
Friday, December 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment