Thursday, December 3, 2009

ঘুম ঘুম চোখ মেলে দিয়ে সূর্য মুচকি হাসে

ঘুম ঘুম চোখ মেলে দিয়ে সূর্য মুচকি হাসে
সেই হাসিতে স্বপ্ন যত সুরের খেয়ায় ভাসে
মনের ভেতর রঙের আচল রাঙিয়ে দিল সবি
তোমার কাছে তুলে দিলাম সুরে আকা ছবি ।।


আসবে ফাগুন পুরাবে জানি অপেক্ষারি দিন
মনে মনে শোধ হবে যে ভালোবাসার ঋণ
হৃদয় কোনে সংগোপনে সুরেরি আহবান
বুকের মাঝে আজো বাজে সেই সে দিনের গান
জানবেনা তো কেউ কোনদিন কিসের এই পিছুটান।।


স্মৃতির ধুলো বৃষ্টি মেখে ঝরে অবিরাম
কেমন আছি তেমনি করে যেমনি ছিলাম
হৃদয় কোনে সংগোপনে সুরেরি আহবান
বুকের মাঝে আজো বাজে সেই সে দিনের গান
জানবেনা তো কেউ কোনদিন কিসের এই পিছুটান।।

ডাউনলোড করুন:

0 comments:

Post a Comment