Thursday, December 3, 2009

আমার অবুঝ স্বপ্নগুলো তোমার চোখে লুকিয়ে রেখো

আমার অবুঝ স্বপ্নগুলো তোমার চোখে লুকিয়ে রেখো
আমার অবোধ ইচ্ছে গুলো তোমার মনে সাজিয়ে রেখো
আমার চাপা ব্যথা গুলো শ্রাবন জলে ভিজিয়ে দিও
হারিয়ে গেলে পথের বাকে বন্ধু ভেবে সঙ্গে নিও
কেমন আছো বন্ধু প্রিয়
সময় পেলে খবর নিও ॥


আমার ধূসর স্মৃতি গুলো পুড়িয়ে দিও নীল আগুনে
হারিয়ে যাওয়া সোনালী বিকেল রাঙিয়ে দিও ফুল ফাগুনে ॥


আমার বোবা কান্না গুলো পাঠিয়ে দিও নীল আকাশে
জমে থাকা দীর্ঘ শ্বাস ভাসিয়ে দিয়ো ঝড় বাতিসে ॥

ডাউনলোড লিংক: http://shiblee.webng.com/mp3/Bondhu%20Priyo.mp3

0 comments:

Post a Comment