Friday, December 11, 2009

তিন পুরুষ - আইয়ুব বাচ্চু

এক পুরুষে করে ধন এক পুরুষে খায়
আরেক পুরুষ এসে দেথে থাওয়ার কিছু নাই
আমার তিন পুরুষ।।


দাদা-দাদী, নানা-নানী
আরতো বিশেষ নাই,
বাবা-মা’র পরে আমি
আমার পরে নাই/
দুনিয়াতে এসে দেখি ধন সম্পত্তি নাই ।।


এই দুনিয়ার কোন কিছু সংগে যাবে না
তিন পুরুষের এক পুরুষে কথা বলে না
শেষ পুরুষের ভাগে তবু ভিটা মাটি নাই ।।

0 comments:

Post a Comment