Friday, December 4, 2009

যেওনা যেওনা যেওনা মা - রুনা লায়লা

যেওনা যেওনা যেওনা মা
আমাদের ছেড়ে চলে যেও না।।
তুমি চলে গেলে তুমি সুখে রবে
একবার ভাব আমাদের কি হবে।।


ছোট্ট ঘরের দাওয়ায় বসে পিদিম জ্বেলে।
মা ও মা…
কে শোনাবে গল্প মাগো সন্ধ্যাকালে
চোখে দিয়ে চুম কে পাড়াবে ঘুম
আদর করে কে আমাদের বুকে নিবে।।


ক্ষিদে পেলে ছুটে যাব কার কাছে মা।।
ও মা বল না
রুগ্ন হলে সেবা করার কে আছে মা
এত ভালবেসে কে দাঁড়াবে পাশে
দুঃখ ব্যাথায় সান্তনা আর কে দেবে।।
Download this Song

0 comments:

Post a Comment