গীতিকারঃ গৌরীপ্রসন্ন মজুমদার
বাঁশি শুনে আর কাজ নাই
সে যে ডাকাতিয়া বাঁশি
সে যে দিন-দুপুরে চুরি করে
রাত্রিরেতে কথা নাই।।
শ্রবণে বিষ ঢালে শুধু বাঁশি
পোড়ায় প্রাণ গড়লে
ঘুচাব তার নষ্টামি আজ আমি
সপিব তাই অনলে।।
ও…বাঁশেতে ঘুণ ধরে যদি কেন
বাঁশিতে ঘুণ ধরে না
কতজনায় মরে শুধু পোড়া
বাঁশি কেন মরে না।।
পার্থ বড়ুয়ার কন্ঠের ডাউনলোড লিং
Sunday, November 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment