Saturday, November 14, 2009

আমি যে তোমার কে কাছে এসে নাও জেনে নাও

মুভি: বিচার হবে
অভিনয়: শাবনুর, সালমান শাহ

আমি যে তোমার কে
কাছে এসে নাও জেনে নাও
হৃদয়ের মাঝে আমি
রেখেছি কারে
তুমি এসে যাও দেখে যাও


কখনো ভাবিনি আমি
তোমাকে পাবো
তোমারি জীবনে আমি
জড়িয়ে যাবো
নিঃশ্বাসে নিঃশ্বাসে
কতখানি আছো মিশে
অনুভবে নাও বুঝে নাও


জানিনা এ কোন আলো
ছড়িয়ে গেলে
আমার এ পৃথিবীটা
ভরিয়ে দিলে
বিশ্বাসে বিশ্বাসে
কতখানি আছো মিশে
অনুভবে নাও বুঝে নাও

0 comments:

Post a Comment