মোর স্বপনের সাথী তুমি কাছে এসো
আজ ঋতু ফাল্গুনে কভু দূরে থাকো
বৃথা যায় দিন জানি তুমি আসনাতো
এসো গো এসো গো…
ভালো তো লাগে না
মন তো জাগে না
সব রঙ হারিয়ে
ফুল ঝরে যায়
কেন লজ্জাতে শুধু তুমি মুখ ঢাকো
ভীরু দৃষ্টি মরি কি সৃষ্টি
লাগে যে মিষ্টি এসো গো কাছে
দেখা তুমি দিয়ে মিছে মন রাখো
মোর স্বপনের সাথী তুমি কাছে এসো
আজ ঋতু ফাল্গুনে কভু দূরে থাকো
বৃথা যায় দিন জানি তুমি আসনাতো
এসো গো এসো গো…
ভালো তো লাগে না
মন তো জাগে না
সব রঙ হারিয়ে
ফুল ঝরে যায়
কেন লজ্জাতে শুধু তুমি মুখ ঢাকো
ভীরু দৃষ্টি মরি কি সৃষ্টি
লাগে যে মিষ্টি এসো গো কাছে
দেখা তুমি দিয়ে মিছে মন রাখো
Saturday, November 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment