Sunday, November 15, 2009

বৃষ্টি তোমাকে দিলাম - শ্রীকান্ত আচার্য

আমার সারাটা দিন, মেঘলা আকাশ, বৃষ্টি - তোমাকে দিলাম
শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম।


হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি
বাতাসের বাঁশিতে কান পেতে থাকি
তাকেই কাছে ডেকে, মনের আঙিনা থেকে
বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম।


তোমার হাতেই হোক রাত্রি রচনা
এ আমার স্বপ্ন সুখের ভাবনা
চেয়েছি পেতে যাকে, চাইনা হারাতে তাকে
বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম।

1 comments:

Unknown said...

such evergreen songs reminds the golden era, we lost.

Post a Comment