Saturday, November 14, 2009

অশ্রু দিয়ে লেখা এ গান - সাবিনা ইয়াসমিন

অশ্রু দিয়ে লেখা এ গান
যেন ভুলে যেওনা।
একি বন্ধনে বাঁধা দু’জনে
এ বাঁধন খুলে যেওনা।।
যত সুর ছিল প্রাণে
সবই দিয়েছি তোমায়
বিনিময়ে তোমারে শুধু
চিরদিন কাছে পায়।
মালা চন্দনে রাঙা এইখানে
কখনো দূরে যেওনা।।
ওই ফুল বনে পাখি
আজ মন জুড়ে যেন গায়
এই হাত বাড়ানো হাতে
চিরদিন যেন ওগো রয়।
মধু কুমকুমে, নাগো মৌসুমে,
কখনো ফেলে যেওনা।।

ছবি: অশ্রু দিয়ে লেখা।
শিল্পী: সাবিনা ইয়াসমীন।
গীতিকার: ড. মোহাম্মদ মনিরুজ্জামান।
সুরকার: আলী হোসেন।

0 comments:

Post a Comment